স্টাফ রিপোর্টার: করোনা প্রতিরোধে তৎপর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। অভিজ্ঞ ভলান্টিয়ারদের নিয়ে নিরাপদ থেকেই মাঠে নেমে কাজ করছে “সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন” এর যোদ্ধারা। মহামারী ভাইরাস “COVID-19 (করোনা)” প্রতিরোধে জীবানু নাশক স্প্রে কার্যক্রম ও হ্যান্ড সেনিটাইজার দিয়ে জীবানুমুক্ত করণ কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে। ইতোমধ্যে চট্টগ্রামের ২নং গেইট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন, বিআরটিসি এর সকল এর সকল গনপরিবহন, অফিস, পুলিশবক্স, এটিএম বুথ, মার্কেট ও বাস কাউন্টারে জীবানু নাশক স্প্রে করা হয়।
সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আফজাল খান দৈনিক বলেন, আতঙ্কিত হয়ে নয়, সচেতনতার সাথে কিছু নিয়ম মেনে চললেই করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব। শুধু নিজের সচেতনতাই নয়, আমাদের চারপাশের সবাইকেও সচেতন করতে হবে।
এর আগে সংগঠনের উদ্যোগে গত ২৩ এবং ২৫ মার্চ কুমিল্লার লাকসামে শ্রমজীবি মানুষের মাঝে মাক্স বিতরণ ও জেলা পরিষদের আশ-পাশ সহ কুমিল্লা ও চাঁদপুর রোডের বিভিন্ন গন পরিবহনে জীবাণু নাশক স্প্রে করা হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতার আহ্বান জানান সংগঠনের । করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ ছিটানো কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক বিকাশ ভৌমিক , আর্সেল আজিম মোহন, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, ইউনিট প্রধান (চট্টগ্রাম ইউনিট) দূর্জয়, ইউনিট প্রধান (কুমিল্লা ইউনিট) আলমগীর, প্রচার সম্পাদক (কুমিল্লা ইউনিট) আদনান সানী,অর্থ সম্পাদক(কুমিল্লা ইউনিট)তানভীর প্রমুখ।