ফারুক আল শারাহ:
কুমিল্লার মনোহরগঞ্জের শাহ আলম নামক এক মাছ বিক্রেতা ঋণের টাকায় স্বপ্নের বসতঘর তৈরি করলেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের দিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ওই গ্রামের শাহ আলম ফেরি করে মাছ বিক্রি করে যা উপার্জন করেন তা দিয়ে কোনরকমে সংসারের ব্যয় নির্বাহ করেন। দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে থাকায় বছরখানেক আগে এনজিও থেকে ঋণ নিয়ে স্বপ্নের বসতঘর তৈরির পরকিল্পনা করেন। ওই পরিকল্পনা মোতাবেক ৯/১০ মাস আসে একটি এনজিও থেকে কিছু ঋণ নিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে তৈরি করেন স্বপ্নের বসতঘর। মাছ বিক্রি করে যা আয় করেন তা দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ ও ঋণের কিস্তি পরিশোধ করেন। ঋণের টাকা শোধ না হতেই হতদরিদ্র শাহ আলমের বসতঘরটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক শাহ আলম জানান, পরিবারের লোকজনের জন্য সেহেরীর খাবার তৈরি শেষে রাতে হঠাৎ ঘরের টিনের চালার উপরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা ঘরের সিলিং এর উপর থাকা লাকড়িতে ধরলে মুহুর্তেই আসবাবপত্রসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, কয়েকমাস আগে একটি এনজিও থেকে কিছু ঋণ নিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকা খরচ করে এ ঘরটি নির্মাণ করেছি। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবো?
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত শাহ আলমকে শান্তনা জানান। তিনি পরিবারের সদস্যদের তাৎক্ষনিক কিছু আর্থিক সহায়তা করেন।