আজিম উল্যাহ হানিফ
আজকাল ছন্দ উপমায়
যা লিখি সবই কবিতা হয়ে যায়,
আর তখনি সেটি প্রকাশ পায়
পত্রিকার সাহিত্য পাতায়।
সকল যুগেই এমনি কি
কাকের মত কবি ছিল?
সমস্যা কি!
সাহিত্যের জন্য আরো দরকার
তবেই বাড়বে মূল্য।
নজরুল- রবীন্দ্রনাথের পথ ধরে
এই খাতে দিতে হবে,
জীবনের তরে মিশে গিয়ে
তখনি হয়তো অমরতা পাবে।
বলছিলাম আমি
আমার লেখা কবিতা নিয়ে,
যে কবিতা ছড়াচ্ছে আলো
এই দুনিয়ার বুকে।
মনোবল শক্ত রাখি
আত্মবিশ্বাস আছে,
লেখালেখি করে আহার জুটবেই
থাকবো আমি বেঁচে।
কবিতার তরে উৎসর্গ আমার জীবন,
লেখালেখি হলো আমার স্বপ্ন ও প্রাণ।