ওমর ফারুক
করোনায় করেছে আমাদের পরাধীন
কবে যে হবো স্বাধীন?
অদৃশ্যমান করোনার সংক্রমণে
আতংক, ক্লান্ত, অবসাদ একঘেয়েমি
সব লেগে আছে তাতে।
বিশ্বজুড়ে বসবাস এই মহামারীর
অর্থনীতির চাকায় লেলিয়ে দিলো
অগ্নিশিখার আগুন।
মৃত্যুপুরী করেছে জগতটাকে
নাম তার করোনা মহামারী।
বৈশ্বিক এই দুঃসময়ে আহা কি যে করি?
সকল সৃষ্ট জীব করছে আহাজারি।
মানব সভ্যতা আজ নিঃসাড় নিস্তব্ধ
প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে
নিভে যাচ্ছে জীবন্ত শ্বাসখানি।
দেশে দেশে রাষ্ট্রীয় অধ্যাদেশে হচ্ছে জারি,
লকডাউন আর নিরাপদে থাকার জন্য দিচ্ছে বাণী।
দুঃসময়ে দিচ্ছে যারা শ্রম
তারা হলো সূর্যসন্তান সশস্ত্র বাহিনী।
পুলিশ, সেনা, আনসার হচ্ছে সেবার বাহনখানি।
এই সময়ের মহানায়ক হলেন যারা,
তারা হলেন দুঃসময়ের কান্ডারী।
এই করোনা মানলো না-
কোন ধর্ম বর্ণ গোত্র, কৃষ্ণাঙ্গ-শ্রেতাঙ্গ,
সর্বাঙ্গে করেছে তিনি ভুক্ত।