মোহাম্মদ সোহরাব হোসেন
এ ধরাতে কেন তোমার হইল আগমন
কোথায় ছিলা, কোথায় আইলা,
যাইবা আবার কোথায় চইলা
চিন্তা কইরা দেখনা মন।
আমি আমি কইরা শুধু
কইরলা জনম পার
নিজের সুখের লাইগা কত
কইরলা ব্যবিচার।
অন্যের মুখের খাবার তুমি
কাইড়া নিলা কতবার?
ক্ষুদার জ্বালায় কাতরাই মরে
করে কত হা-হা-কার !
পরের সম্পদ হরণ কইরা
গড়ইলা নিজের কত সম্পদ,
এ সম্পদই ডাইকা আইনবে
একদিন তোমার মহাবিপদ।
গায়ের জোরে কইরছ কত
পাহাড় সম অপরাধ,
এ জোর তোমার থাইকবে ক’দিন
রাখতে তোমায় নিরাপদ ?
কুটুবুদ্ধি দিইয়া তুমি
কইরছ কত চালাকি,
বেলা শেষে সন্ধ্যা হইলে
দেইখবা তোমার দুর্গতি ।
স্বর্গের মতন বাঁইধলা বাাড়ি
সুখের কত আয়োজন,
একদিন তোমায় ছাইড়তে হইবে
সুন্দর সুখের এই ভুবন।
যাদের জন্য রাইখা যাচ্ছ
দালান-কোঠা ধন-সম্পদ,
তোমার সঙ্গী হইবেনা তারা
যখন আইসবে ঘোরবিপদ।
মিচামিচি কইরছ কেন
তোমার এই জীবন পার,
হিসাব মিলাইয়া দেখনা তুমি
আসল বেলায় কে কাহার?
ব্যবিচার আর অহংকার ছাইড়া
সাবধান তুমি হইয়া যাও,
সময় থাকতে তাড়াতাড়ি
নিজেরে বদলাও।