স্টাফ রিপোর্টার: কুমিল্লায় হাত ও পায়ের রগ কেটে মো. পারভেজ হোসেন নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার কালির বাজারে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন ওই উপজেলার কমলাপুরের মো. আবদুল মবিনের ছেলে।
নিহতের ভগ্নিপতি সোহেল ভূঁইয়া জানান, পারভেজ গাড়ির ব্যবসা করতেন। সন্ধ্যায় তিনি কালির বাজারের সৈয়দপুর বাসস্ট্যান্ডে গেলে শাহিন, সাদ্দাম ও কাওসারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। পরে তাকে অস্ত্রের মুখে কমলাপুরের কামাল মিয়ার স’ মিলের সামনে নিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে যায়।
কোতোয়ালি মডেল থানাধীন নাজির বাজার ফাঁড়ির এসআই মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পারভেজকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।